kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

সাপুড়ে নন, খালি হাতে বিষাক্ত কিং কোবরা ধরলেন তিনি! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৯ ১৫:৩৬ | পড়া যাবে ২ মিনিটেসাপুড়ে নন, খালি হাতে বিষাক্ত কিং কোবরা ধরলেন তিনি! (ভিডিও)

সাপ ধরা সহজ কাজ নয়। আর তা যদি বিষাক্ত কিং কোবরা সাপ হয় তাহলে তো কথাই নেই। শরীর যেন কাঁপুনি দিয়ে ওঠে। ওই ধরনের সাপ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য সাপুড়ে। কিন্তু কিং কোবরারকে পাত্তা না দিয়ে খালি হাতে ধরে ফেলেছেন মালয়েশিয়ার এক সেনা সদস্য। আর তা দেখে চোখ কপালে নেটিজেনদের।

খালি হাতে সাপ ধরার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখা যায়, ফণা তুলে থাকা সাপের সামনে এক হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন ওই সেনা সদস্য। তার অপর হাত তখন পিছনে। এভাবে সে হাত রেখেছে ফণা তুলে থাকা সাপের মাথার ওপর। তার পর আস্তে আস্তে ফণা নামালো কিং কোবরা। সেনা সদস্য হাত নামালেন সঙ্গে সঙ্গে। তার পর দু’হাত দিয়ে চেপে ধরলেন সাপটির মুখ। ফণা তুলে থাকা বিষাক্ত সাপ মুহূর্তে কাবু।

এই ভিডিও দেখে ওই জওয়ানের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে ওই সেনা সদস্য কেন সাপটিকে ধরলেন? ধরার পর কী করলেন? এ ব্যাপারে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

দেখুন ভিডিও-

 

মন্তব্যসাতদিনের সেরা