kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে ৬ হাতির মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৯ ১২:৩৩ | পড়া যাবে ১ মিনিটেবাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে ৬ হাতির মৃত্যু

উদ্ধারকৃত ২ হাতি

জলপ্রপাতে নেমে আটকে যাওয়া একটি বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে পালের ছয়টি হাতি।

থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কের হেলস ফল নামে এক জলপ্রপাতে শনিবার এ মর্মান্তিক ঘটনায় সব মিলিয়ে ছয়টি হাতির মর্মান্তিক মৃত্যু হয়। তবে ওই ঘটনায় বেঁচে গেছে দু’টি হাতি। হাতিদুটোকে উদ্ধার করেছে থাই ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ।

গতকাল শনিবার দুপুর তিনটার দিকে একদল হাতির সড়ক অবরোধ দেখে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান মৃত বাচ্চা হাতিটির কাছেই আরও পাঁচটি মরদেহ পড়ে রয়েছে। আর দুটি হাতি ঝর্ণার কিনারায় আটকে ছিল। পরে আটকেপড়া হাতিগুলোকে উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রথমে ছোট হাতিটি দুর্গম এ জলপ্রপাতে পড়ে আটকে যায়। তাকে বাঁচাতে গিয়েই একে একে প্রাণ হারিয়েছে আরো পাঁচটি বড় হাতি।

এ জলপ্রপাতটি হাতির জন্য বেশ বিপজ্জনক। এর আগেও এখানে হাতির মৃত্যু হয়েছে। ১৯৯২ সালে এখানে আটটি হাতির মৃত্যুর পর গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল।

মন্তব্যসাতদিনের সেরা