kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

মুখে মাকড়শায় এতো সুখ? (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৮ | পড়া যাবে ১ মিনিটেমুখে মাকড়শায় এতো সুখ? (ভিডিও)

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা টার্নি রোবাক (২৭)। হঠাৎ করেই তার মধ্যে বছর চারেক আগে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে আগ্রহ জন্মায়। আর তারপর তাদের নিয়ে পড়াশোনা করতে থাকেন তিনি। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঢুকলে মনে হবে আপনি যেন প্রচুর মাকড়শাসহ অন্য প্রাণীদের জাদুঘরে আছেন। প্রাণীদের সঙ্গে ছবি তুলেই ক্ষান্ত নন তিনি। মুখে চরে বেড়াতেও দেন মাকড়শার মতো প্রাণীদের। 

সাধারণত মানুষ যে প্রাণী বা পোকামাকড়দের সব থেকে বেশি ভয় পান মাকড়শা তার মধ্যে অন্যতম। কিন্তু সেই মাকড়শাকেই তিনি চোখে-মুখে চরতে দেন বা নাকে ঢুকতে দেন। আর এটি নাকি তাকে ‘রিল্যাক্স’ হতে সাহায্য করে! মুখে মাকড়শা চরছে, এমন বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন টার্নি।

টার্নি জানান, বেশির ভাগ মানুষই এই প্রাণীটিকে দেখে ভয় পান। কিন্তু তার মুখে এগুলোকে চরতে দেওয়াকে থেরাপি হিসেবেই দেখেন তিনি। এমনকি তার প্রিয় বড় বড় মাকড়শাগুলোর সঙ্গে সময় কাটাতে তার বেশ ভালো লাগে।

View this post on Instagram

A post shared by Tarni Roebuck (@trcabroad) on

মন্তব্যসাতদিনের সেরা