kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

বড় বোন আমাকে ছোটবেলায় ধর্ষণ করেছে, বড় ভাইও

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০৮ | পড়া যাবে ২ মিনিটেবড় বোন আমাকে ছোটবেলায় ধর্ষণ করেছে, বড় ভাইও

মাত্র ১০ বছর বয়সে বড় বোন আমাকে ধর্ষণ করেছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিখ্যাত গায়ক অ্যারোন কার্টার। গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ কথা লেখেন ৩১ বছর বয়সী মার্কিন গায়ক। 

তিনি টুইট বার্তায় লেখেন, যখন বয়স মাত্র ১০ বছর। সে সময় থেকে বড় বোন লেসলি আমাকে ধর্ষণ করে। আমার বোন দীর্ঘদিন ধরে বায়োপলার ডিসঅর্ডারে ভুগছিল। এ বিষয়টি আমি কাউকেই জানাতে চাইনি। 

তবে ঘটনাক্রমে তিনি সেটা সবাইকে জানালেন। তিনি আরো বলেন, মাত্র ৮ বছর বয়স থেকে আমি নাচ শুরু করি। এর পর যখন ১০ বছর বয়স হয়, তখন থেকে বোন ধর্ষণ করতে শুরু করে।

১৩ বছর বয়স পর্যন্ত আমি ধর্ষণের শিকার হই। যদিও সেই সময় ওর বায়োপলার ডিসঅর্ডারের চিকিৎসা চলছিল। শুধু বোনই নয়, আমার ভাইয়ের দ্বারা নির্যাতিত হই সারা জীবন।

তিনি নিজের ভাইয়ের দিকে আঙুল তুলে বলেন, এবার সত্যি বলার সময় এসেছে ভাইয়ের। যেহেতু আমার এই বক্তব্যে সত্যতা রয়েছে, আমি আশা করি যে ধর্ষণের হাত থেকে বেঁচে যাওয়া সমস্ত মানুষ শান্তি ও ন্যায়বিচার খুব শিগগিরই পাবে।

মন্তব্যসাতদিনের সেরা