kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

গায়ে হলুদের পর বান্ধবীদের সঙ্গে তুমুল নাচ কনের

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৩৬ | পড়া যাবে ১ মিনিটেগায়ে হলুদের পর বান্ধবীদের সঙ্গে তুমুল নাচ কনের

বিয়ের ব্যাপারে একেক জনের ভাবনা একে রকম। অনেকেই সঙ্গীর বিষয়ে নানা রকম চিন্তা করে সময়টা উদ্বিগ্ন হয়ে কাটান। আবার অনেকেই সেসব না ভেবে ফুরফুরে মেজাজে বিয়ের প্রতিটা ক্ষণ উপভোগ করেন।

অংশুমান রায়ের বিখ্যাত গান- হায় হায় সাতপাকে বাঁধা পড়ো না/এক দুটা পাক কম হলে মন্দ হবে না/ মাথায় টুপি পড়ার আগে ওজন করে দেখ/সে যে শোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। বিয়ে অর্থাৎ এক সংস্কৃতির সঙ্গে অন্য সংস্কৃতির মেলবন্ধন।

এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে হাতে মেহেদি নিয়ে স্বয়ং কনে বান্ধবীদের সঙ্গে তুমুল নাচের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। 

যেমন 'নিন্দ চুরায়া মেরি কিসনে ও সনম তুনে?' এক হলুদ শাড়িতে গায়ে হলুদ পরে বিয়ের ঠিক আগে নেচেছেন তিনি। হতেই পারে কোনো প্রমোশনাল ভিডিও। হতেই পারে বিয়ের সময়ের এক নতুন চিন্তা ভাবনা। চিরাচরিত প্রথার বাইরে গিয়ে নতুন কিছু করার অদম্য প্রয়াস।

সেই যুক্তি বা তর্কে না গিয়ে আপাতত ওই মুহূর্তটি উপভোগ করাটাই মূল উপজীব্য বিষয়।

মন্তব্যসাতদিনের সেরা