kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

বেসামাল দম্পতি ভুলে গিয়েছিল এটা পুলিশের গাড়ি, তারপর ...

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৩৭ | পড়া যাবে ২ মিনিটেবেসামাল দম্পতি ভুলে গিয়েছিল এটা পুলিশের গাড়ি, তারপর ...

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিচ এলাকায় মদ্যপ অবস্থায় সাইকেলে চেপে ঘুরে বেড়াচ্ছিলেন এক দম্পতি। ওই সময় টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা লাগে তাদের সাইকেলের। এরপর ওই জুটিকে আটক করে গাড়িতে তোলে পুলিশ।

কিন্তু গাড়িতে ওঠার পর ওই জুটি বিবস্ত্র অবস্থায় শারীরিক মিলনের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে বিবস্ত্র অবস্থায়ই একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। অবশ্য পরে তাকে আটক করেছে পুলিশ।

নাসাউ কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তারা গত শুক্রবার ওই দম্পতিকে আটক করেছেন। আটক অ্যারন থমাস এবং মেগান মন্ডানারো'র বিরুদ্ধে সহিংসতা, আপত্তিকর কর্মকান্ডে লিপ্ত হওয়াসহ যৌনাঙ্গ প্রদর্শনের অভিযোগ উঠেছে।

স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফার্নান্দিনা বিচ এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশের এক কর্মকর্তা। ওই সময় সাইকেলে চেপে এসে মদ্যপ ওই দম্পতি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়।

পুলিশ বলছে, আটকের পর তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য গাড়িতে তোলা হয়। গাড়িতে ওঠার পরপরই তারা বিবস্ত্র হয়ে যায় এবং মিলিত হওয়ার চেষ্টা করে। পুলিশের হস্তক্ষেপে তারা সফল না হলেও ওই মুহূর্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে থমাস। পরে অবশ্য তাকে আটক করা হয়।

জানা গেছে, তাদের পক্ষে আদালতে কোনো উকিল পাওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা