kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

একটি আশ্চর্যসুন্দর স্ন্যাপশট, যা আপনাকে মুগ্ধ করবে

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৩৩ | পড়া যাবে ২ মিনিটেএকটি আশ্চর্যসুন্দর স্ন্যাপশট, যা আপনাকে মুগ্ধ করবে

একটি আশ্চর্যসুন্দর স্ন্যাপশটে চোখ আটকে যাবে আপনার। যেটিতে দেখা যাবে, একটি কাঠবেড়ালি একটি হলুদ রঙের ডেইজি ফুলের ঘ্রাণ নিচ্ছে। এর পর হয়তো সে মনে মনে ভাবছে- এটা খাওয়ার উপযুক্ত কি-না বা স্বাদ কেমন হবে। 

আর এমন অসাধারণ ছবিটি তুলেছেন নেদারল্যান্ডসের ছবিয়াল ডিক ভ্যান ডুজন। ৩৪ বছর বয়সী এই চিত্রগ্রাহক ছবিটি তুলেছেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে। 

তিনি বলেন, এই অসাধারণ মুহূর্তটির ছবি তোলার জন্য আমাকে ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আর তুলতে হয়েছে ২০০টি ছবি। 

তাঁর তোলা ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি হলুদ রঙের ডেইজি ফুলের ঘ্রাণ নিতে সেটির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে একটি মেঠো কাঠবিড়ালি (গ্রাউন্ড স্কুইরেল)। এর পর সেটিকে সে ধরে এবং নিজের মুখে লাগিয়ে নেয়। এর পর সে চোখ বন্ধ করে এমন ভাবে যাতে মনে সে ফুলটির খুশবুতে মাতোয়ারা। এর পর সে ওই ফুলটিতে কামড়ানোর প্রস্তুতি নেয়। 

ছবিয়াল ডিক ভ্যান ডুজন বলেন, আমি দেখলাম কাঠবিড়ালিটি ফুলটির গন্ধ নেওয়া শুরু করল, অসাধারণ। আমি সত্যিই আনন্দিত এমন একটি ছবি তুলতে পারার জন্য। আমি অস্ট্রিয়াতে গিয়েছিলাম মূলত এই মেঠো কাঠবিড়ালির ছবি তোলার জন্য। এমন দৃশ্য দেখাও যেন পূণ্যের আর আনন্দদায়ক তো অবশ্যই।

মন্তব্যসাতদিনের সেরা