kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

লাগাতার বৃষ্টির কারণে ভেঙে গেল ব্যাঙের বিয়ে!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৫৪ | পড়া যাবে ২ মিনিটেলাগাতার বৃষ্টির কারণে ভেঙে গেল ব্যাঙের বিয়ে!

ভারতের মধ্য প্রদেশে মাস দুয়েক আগে বৃষ্টির অভাবে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপরই বৃষ্টি আনতে ধুমধাম করে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল গত ১৯ জুলাই। এরপর লাগাতার প্রবল বর্ষণের জেরে বন্যা দেখা দিয়েছে রাজটিতে। সেই বৃষ্টির কারণেই ভেঙে গেল ব্যাঙের সুখের সংসার।

যথেষ্ট পরিমাণ বৃষ্টি পাওয়ার আশায় সনাতন বিশ্বাসে ব্যাঙের বিয়ে দেওয়ার রীতি ভারতে সুবিদিত। জুলাই মাসে সেই বিশ্বাসেই ভূপালে ঢাকঢোল পিটিয়ে বিয়ে দেওয়া হয়েছিল ব্যাঙ যুগলের। তাদের কৃপাতেই হোক অথবা ভাগ্য বিপর্যয়, কিছু দিনের মধ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হয় মধ্য প্রদেশের বেশির ভাগ জেলায়। আবহাওয়া দপ্তরের হিসাবে গত কয়েক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ২৬ শতাংশ বশি বৃষ্টি হয়েছে ওই অঞ্চলে।

লাগাতার ভারি বৃষ্টির জেরে বন্যা দেখা দেয় রাজ্যের বেশির ভাগ জেলায়। ভূপালে এবারের বর্ষণ গত ১৩ বছরের রেকর্ডও ভেঙেছে। অবস্থা বেগতিক দেখে ব্যাঙের বিয়ে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেন ভূপালের ইন্দ্রপুরী অঞ্চলের ওম শিব সেবা শক্তি মণ্ডলের সদস্যরা। ফের ডাক পড়ে পুরোহিতের। বিবাহবিচ্ছেদর সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ ও যাগযজ্ঞের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

তবে বিয়ে ভেঙে দেওয়ার প্রভাব এখনো দেখা যাচ্ছে না বলে উদ্বিগ্ন ভূপালবাসী। বুধবার শহরে বৃষ্টি হয়েছে ৪৮ মিমি। বন্যার আশঙ্কায় খুলে দিতে হয়েছে ভূপাল কালিয়াসোট বাঁধ, ভাদভাদা বাঁধ ও কোলার বাঁধের বেশ কয়েকটি স্লুইস গেট।

মন্তব্যসাতদিনের সেরা