kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

লোকালয়ে টহল দিচ্ছে সিংহের দল! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেলোকালয়ে টহল দিচ্ছে সিংহের দল! (ভিডিও)

ভারতের গুজরাটের এক আবাসিক এলাকায় ঘুরে বেড়াচ্ছে একদল সিংহ। যেভাবে  রাস্তায় কুকুরের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়; এমন ভাবেই তারাও ঘুরে বেড়াচ্ছে। টুইটারে পোস্ট করা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি গুজরাটের জুনাগড় জেলায় গিরনার এলাকার। 

এক মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টির রাতে রাস্তায় এক দল সিংহ ঘুরে বেড়াচ্ছে। অন্তত সাতটি সিংহকে দেখা যাচ্ছে। তারা রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টহল দিচ্ছে। বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর সিংহের দল আবার অভয়ারণ্যে ফিরে গিয়েছে।

এর আগে ২০১৬ সালেও এমনই ঘটনা ঘটেছিল। বনের রাজা চলে এসেছিল মানুষের রাজত্বে। গিরিনার অভয়ারণ্যের ডেপুটি কনজারভেটর ড. সুনীল কুমার বেরওয়াল বললেন, গিরিনার তালেতি রোডের কাছাকাছি এলাকায় সাতটি সিংহকে ঘুরতে দেখা গিয়েছে। গিরিনার অরণ্য থেকে সিংহরা বেরিয়ে পড়েছে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এটা আসলে লায়ন্স করিডর। ফলে এই এলাকায় এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়।

মন্তব্যসাতদিনের সেরা