kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

মহাসড়কে চলছে গাড়ি, চালক গভীর ঘুমে আচ্ছন্ন (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪২ | পড়া যাবে ১ মিনিটেমহাসড়কে চলছে গাড়ি, চালক গভীর ঘুমে আচ্ছন্ন (ভিডিওসহ)

মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে চলছে গাড়ি। ওই সময় হঠাৎ করেই নিজের পাশের গাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যান ম্যাসাচুসেটসের এক বাসিন্দা। তিনি ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখেন।

তাতে দেখা যাচ্ছে, গাড়িটি বেশ ভালো গতিতে যাচ্ছে, কিন্তু স্টিয়ারিং ধরে রাখা চালক গভীর ঘুমে আচ্ছন্ন। ডাকোটা রান্ডলের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

রান্ডল জানান, ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলছিল। তবে ঘটনাটি পুলিশকে জানাননি তিনি। পুলিশ তো বটেই, টেসলা কম্পানিও ওই ভিডিও দেখেছে।

মন্তব্যসাতদিনের সেরা