kalerkantho

ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য নামাজ

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৩ | পড়া যাবে ১ মিনিটেইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য নামাজ

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের কিছু অংশে একমাসের বেশি সময় ধরে দাবানল চলছে৷ বুধবার সুমাত্রার হাজার হাজার মানুষ বৃষ্টির আশায় নামাজ পড়েছেন৷

সুমাত্রা ও বোর্নিও দ্বীপের জঙ্গলে একমাস ধরে দাবানল চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক হাজার পুলিশ ও সামরিক সদস্য কাজ করছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। অনেক সময় কৃষকরা চাষের জন্য জায়গা করতে অবৈধভাবে আগুন লাগিয়ে থাকেন।

মালয়েশিয়ার অভিযোগ, ইন্দোনেশিয়া ধোঁয়ায় তাদের নাগরিকরাও ভুগছেন। ইতিমধ্যে শত শত স্কুল বন্ধ করে দিতে হয়েছে। এছাড়া নাগরিকদের মাস্ক সরবরাহ করতে হয়েছে। তবে ইন্দোনেশিয়া অভিযোগ অস্বীকার করেছে।
    
ডিডাব্লিউ'র ভিডিও থেকে

মন্তব্যসাতদিনের সেরা