kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

পায়ের নখ কাটা দেখে জ্ঞান হারানোর অভিনয় কুকুরের, ভিডিও ভাইরাল

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২৬ | পড়া যাবে ১ মিনিটেপায়ের নখ কাটা দেখে জ্ঞান হারানোর অভিনয় কুকুরের, ভিডিও ভাইরাল

পোষা প্রাণীদের মতো অভিনয় মনে হয় মানুষেরও জানা নেই! মালিক তার পোষা প্রাণীর মনের বিরুদ্ধে কিছু করতে গেলে, আগে ভাগেই বুঝে যায় পোষ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে হেসেই খুন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, পোষা কুকুরের নখ কাটার জন্য বসে আছেন এক নারী। তাতে বিন্দু পরিমাণ সমর্থন নেই পোষা কুকুরটির। কিন্তু এদিকে যে, কোনো উপয়া নেই। অনেক বড় হয়ে গেছে নখ। নখ যে কাটতেই হবে। 

নখ কাটতে হবে দেখে পোষা কুকুরটি রীতিমতো অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে পড়ে মালিকের সামনে। আর তা দেখে যত হাসি মালিকের, তার থেকেও কয়েকগুণ বেশি হেসেছেন নেটিজেনরা।

তবে যাই হয়ে যাক না কেন! কুকুরটি অজ্ঞান হওয়ার ভান করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত নখ তার কাটা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা