kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

জামায় লাগানো যাচ্ছে পকেট এসি

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৬ | পড়া যাবে ২ মিনিটেজামায় লাগানো যাচ্ছে পকেট এসি

গরমে হাঁসফাঁস থেকে বাঁচতে এয়ার কন্ডিশনারের হাওয়ার জন্য যেন সবাই মুখিয়ে থাকে। কিন্তু বাইরে বের হলে তো আর দেয়ালে লাগানো এসির বাতাস পাওয়া যায় না।

সে কারণে জামা গায়ে দিলেই যেন এসিতে থাকার মতো আরাম লাগে, সম্প্রতি সেই ব্যবস্থা করেছে একটি স্টার্ট আপ সংস্থা।

জানা গেছে, ওই সংস্থা তৈরি করেছে রিওন পকেট নামের একটি ব্লুটুথ ডিভাইস। ওয়ালেট আকারের ওই ডিভাইস সিলিকন দিয়ে তৈরি বিশেষ এক ধরনের শার্টের সঙ্গে গায়ে দেওয়া যাবে। শার্টের পিছন দিকে থাকা পকেটে রাখা যাবে সেই ডিভাইস।

রিওন পকেট নামের ওই ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। সেই ডিভাইসের মাধ্যমে বাইরের তাপমাত্রা থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত কম তাপমাত্রা অনুভূত হবে ব্যক্তির। 

এমনকি শীতের সময় কিছুটা উষ্ণতা বাড়াতে এই ডিভাইস কাজ করবে। সর্বাধিক ৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ানো যাবে। জানা গেছে, ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে কাজ করে এই ডিভাইস। দুই ঘণ্টা চার্জ দিয়ে প্রায় ৯০ মিনিট পর্যন্ত কাজ করতে পারবে রিওন পকেট। 

তবে এই ডিভাইস আপাতত পাওয়া যাচ্ছে কেবল জাপানে। ডিভাইসটির দাম ১২০ মার্কিন ডলার।

ভিডিওটি দেখতে পারেন

মন্তব্যসাতদিনের সেরা