kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

ছবি পোস্ট করে বছরে আয় ৬৯ লাখ, সাংবাদিকতা ছেড়ে তিনি এখন মডেল

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৭ | পড়া যাবে ২ মিনিটেছবি পোস্ট করে বছরে আয় ৬৯ লাখ, সাংবাদিকতা ছেড়ে তিনি এখন মডেল

সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ছবি বদলে দিয়েছে একজন নারী সাংবাদিকের জীবন। শুধু ছবি পোস্ট করেই সাংবাদিকতা করার চেয়ে কয়েকগুণ বেশি আয় করছেন তিনি। চাকরি ছেড়ে হয়ে গেছেন ইনস্টা মডেল। আর তারপরই তার হাতে আসতে শুরু করেছে অঢেল অর্থ।

মিয়ামির বাসিন্দা অ্যালেক্সা ডেলানোস ইনস্টাগ্রামে গত এক বছরে ছবি পোস্ট করে আয় করেছেন ৬৯ লাখ টাকা। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করার পর বদলে যায় তার জীবন।

অনলাইনে ছবি পোস্ট করে যে এত টাকা আয় করা যায়, সেটা ধারণাতেই ছিল না অ্যালেক্সার। আয়ের পথ খুলে যেতেই চাকরি ছেড়ে হয়ে গেলেন পুরোদস্তুর ইনস্টা মডেল। যেমন ভাবা তেমন কাজ। ২০১৮ সালের শুরুর দিক থেকেই বয়ফ্রেন্ড অ্যালেখকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন ওয়ার্ল্ড ট্যুরে।

চোখ ধাঁধানো লোকেশন থেকে খোলামেলা ছবি পোস্ট করাই এখন অ্যালেক্সার কাজ। ২৩ বছরের অ্যালেক্সার কাছে আছে নিজস্ব জেট প্লেনও। সদ্য একটি দামি গাড়িও কিনেছেন তিনি। এক বছরেরই শুধু অনলাইনে ছবি পোস্ট করে তার আয়ের অঙ্ক প্রায় ৬৯ লাখের বেশি। ভবিষ্যতে আরো বেশি আয়ের পথ খুঁজছেন এই নারী।

মন্তব্যসাতদিনের সেরা