kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

পচা টমেটো থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৫৫ | পড়া যাবে ১ মিনিটেপচা টমেটো থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ

বিভিন্ন স্থানে অপছন্দের কারো গায়ে পচা টমেটো কিংবা পচা ডিম ছুড়ে মারার নজির রয়েছে। অথচ পচা টমেটো কাজে লাগিয়ে বিদ্যুৎ আবিষ্কার করলেন ভারতীয় বংশোদ্ভূত দুই গবেষক নমিতা শ্রেষ্ঠা এবং ভেঙ্কটরমন গাধামশেঠি। 

জানা গেছে, তাদের সঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী অ্যালেক্স ফগ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে তাদের গবেষণাপত্র। 

নমিতা এবং ভেঙ্কট জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রতি বছর প্রচুর পরিমাণ টমেটো নষ্ট হয়ে যায়। সেখান থেকেই তারা ভাবলেন, যদি এই টমেটোকে কোনোভাবে কাজে লাগানো যায়। এরপরই তারা গবেষণা শুরু করেন এবং দেখেন যে, পচা টমেটোর মধ্যে যদি মাইক্রোবিয়াল ইলেকট্রোকেমিক্যাল ব্যবহার করা যায়, তাহলে সেখান থেকে শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করা যায়। 

গবেষণায় দেখানো হয় প্রতি ১০ মিলিগ্রাম টমেটো থেকে ০.৩ ওয়াট বিদ্যুৎ তৈরি সম্ভব। গবেষণা চালিয়ে গেলে ভবিষ্যতে আরো বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে দাবি ওই গবেষকদের।

মন্তব্যসাতদিনের সেরা