kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ভাইরাল ভিডিও

চেইন ছিনতাইকারীকে যেভাবে ধরলেন মা-মেয়ে! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০৫ | পড়া যাবে ১ মিনিটেচেইন ছিনতাইকারীকে যেভাবে ধরলেন মা-মেয়ে! (ভিডিও)

ছবি ভিডিও থেকে নেয়া

এক নারীর সঙ্গে তার মেয়ে রাস্তা পাড় হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ বাম পাশ থেকে একটি বাইক তাদের সামনে এসে স্লো করে। বাইকের পেছনে থাকা এক তরুণ ওই নারীর গলার চেইন টান দেন। নারী ও তার মেয়ে সঙ্গে সঙ্গে ওই তরুণের হাত ধরে ফেলে। এতে বাইকটি ডানপাশে পড়ে যায়। মুহূর্তে আশপাশের লোকজন ছুটে এসে ওই তরুণকে মারতে থাকে।

এমন একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। আজ মঙ্গলবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) তাদের টুইটারে ভিডিওটি প্রকাশ করে।

এএনআই জানায়,  দিল্লির নাঙ্গলাইয়ের সড়কের ঘটনাটি ৩০ আগস্টের। চেইন ছিনতাইকারীদের পুলিশ গ্রেপ্তার করেছে।

দেখুন ভিডিওটি :

মন্তব্যসাতদিনের সেরা