kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

ভারতে কয়েদির পিঠে 'আল্লাহ' লিখে দেওয়ার অভিযোগ, কারাগারে উত্তেজনা

কালের কণ্ঠ অনলাইন   

২৬ আগস্ট, ২০১৯ ১১:২৯ | পড়া যাবে ১ মিনিটেভারতে কয়েদির পিঠে 'আল্লাহ' লিখে দেওয়ার অভিযোগ, কারাগারে  উত্তেজনা

ভারতের নতুন দিল্লির চাণক্যপুরী অঞ্চল থেকে আট কিলোমিটার দূরে তিহার গ্রাম। ওই গ্রামে অবস্থিত তিহার জেল। দেশটির বৃহত্তম কারাগার এটি।

সম্প্রতি তিহার জেলের এক কয়েদি অভিযোগ করেছেন জোর করে তাঁর পিঠে 'আল্লাহ' লিখে দেওয়া হয়েছে। এই জেলের তিন নম্বর সেলে বন্দি ছিলেন সংসদ হামলায় জড়িত অভিযুক্ত আফজল গুরু। এ ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে কারাগারের অন্য কয়েদিদের মধ্যে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

তবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে জেল প্রশাসন। এর আগেও তিহাড় জেলের এক কয়েদির পিঠে জোর করে ওম লিখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। গত এপ্রিল মাসে ওই অভিযোগ করেছিলেন এক কয়েদি। জেল কর্তৃপক্ষ তদন্ত করে জানিয়েছে আগে থেকেই তাঁর পিঠে ওম লেখা ছিল।

তবে এবার জোর করে কয়েদির পিঠে আল্লাহ লেখার অভিযোগ খারিজ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার বিষয়টিও সামনে এসেছে। পুলিশের অভিযোগ অভিযুক্ত কয়েদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। তাই ওই কয়েদিকে পাঠানো হয়েছে নিরাপত্তা সেলে। 

মন্তব্যসাতদিনের সেরা