kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

ইউল্যাবে শেষ হলো উচ্চ শিক্ষার মান নিয়ে দুই দিনের সম্মেলন

কালের কণ্ঠ অনলাইন   

২৪ আগস্ট, ২০১৯ ১১:১১ | পড়া যাবে ২ মিনিটেইউল্যাবে শেষ হলো উচ্চ শিক্ষার মান নিয়ে দুই দিনের সম্মেলন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে উচ্চ শিক্ষার মান অর্জনের লক্ষ্যে উচ্চশিক্ষা সম্পর্কিত দু্ই দিনব্যাপী প্রথম সিইটিএল সম্মেলন ইউল্যাব অডিটোরিয়ামে শেষ হয়েছে। ২২-২৩ আগস্টে অনুষ্ঠিত এই সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা। সবশেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক সম্মেলনে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন।

সম্মেলনের শেষ দিনে প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান (ডিরেক্টর, সেন্টার ফর অ্যাডভান্সড থিউরি, ইউল্যাব), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইইআর) এর অধ্যাপক ড. আরিফুল হক কবির, ইউল্যাবের উপ-উপাচার্য ও ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ এর প্রধান অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, ইউল্যাবের স্কুল অব স্যোশাল সাইন্সের ডীন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স  এর প্রধান ড. আহমেদ তাজনিম। এই প্লেনারি সেশনের চেয়ার ছিলেন অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো।   

আয়োজক ইউল্যাব সিইটিএল এর ডিরেক্টর ড. তারেক রহমান জানান এই সম্মেলনে দেশি-বিদেশি ৫০ জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা