kalerkantho

ফ্রান্সে বাংলাদেশি সবজি উৎপাদনে সফল আইয়ুব আলী

আবু তাহির, ফ্রান্স   

২৪ আগস্ট, ২০১৯ ০৯:০০ | পড়া যাবে ২ মিনিটেফ্রান্সে বাংলাদেশি সবজি উৎপাদনে সফল আইয়ুব আলী

প্রবাসের মাটিতেও বাংলাদেশিদের কৃষি সাফল্য-সুনাম কুড়িয়েছে সর্বত্র। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর রয়েছে কৃষির প্রতি টান। রয়েছে মাটির প্রতি অন্যরকম মমতা। এ সত্য বারবারই প্রমাণিত হয় পৃথিবীর দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের কৃষি সাফল্যের মধ্য দিয়ে। ফ্রান্সে কৃষিতে সফল হয়েছেন বাংলাদেশি আইয়ুব আলী।

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে পরিচিত ফ্রান্সে গড়ে উঠেছে বাংলাদেশের সবুজের জয়গান। ফ্রান্সের আলো বাতাসের মাঝে গড়ে উঠছে কৃষি খামার। এমন কৃষি খামারে সবজি ফলাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তা আইয়ুব আলী। তাঁর হাত ধরে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। ফ্রান্সের এক লক্ষ বাংলাদেশিদের খাবারের চাহিদা মিটিয়ে রীতিমত ফরাসিদের কাছে নিয়ে যাচ্ছেন বাংলাদেশি সবজি। ইতিমধ্যে বহু ফরাসিকে বাংলাদেশি সবজির গ্রাহক করেছেন তিনি।

প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে গ্রামের মাঝে গড়ে তুলেছেন কৃষিখামার। প্রায় ৪৫ বিঘা জমির ওপর বৃহৎ এ খামারে সবজির পাশাপাশি করছেন বাংলাদেশি মাছ চাষ।

খামারটিতে মূলত করলা, লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শিম, মরিচ, শিমলা মরিচ, কচু, পুঁইশাক ,লালশাক ,ডাটা শাক , বেগুন ,টমেটো ও নানানরকম শাক উৎপন্ন হয়।

আইয়ুব আলী জানান, ফসল উৎপাদন অত্যন্ত ভালো হচ্ছে।

বর্তমানে এই কৃষিখামারে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। মোটের ওপর উদ্যোক্তা ও চাষিরা দেহের শ্রমে-ঘামে যা আয় করছেন, তাতে তারা সন্তুষ্ট।

মন্তব্যসাতদিনের সেরা