kalerkantho

পরিত্যক্ত সোনার খনি থেকে যেভাবে বেঁচে ফিরল হাতির পাল (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ১৭:৫০ | পড়া যাবে ১ মিনিটেপরিত্যক্ত সোনার খনিতে আটকে যাওয়ার পর পাঁচটি হাতি সেখান থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করছিল। কিন্তু কোনোভাবেই ওই হাতির পাল আর কুলিয়ে উঠতে পারছিল না।

অবশেষে ওয়াইল্ড লাইফ ও ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে আটকে পড়া হাতিদের। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পাহাং প্রদেশে।

পাহাঙের ডিপার্টমেন্ট অব ওয়াইন্ড লাইফ অ্যান্ড ন্যাশনাল পার্কের ডিরেক্টর রোজাইদান মুহাম্মদ ইয়াসিন এ ব্যাপারে বলেন, মঙ্গলবার সকালে সোনার খনির ভেতর হাতিদের আটকে পড়ার খবর আসে আমাদের কাছে। তার পর আমাদের অফিসাররা সেখানে পৌঁছায়। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় হাতিদের। আটকে পড়া হাতিদের মধ্যে চারটি পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা হাতি।

হাতিগুলো উদ্ধারের সেই ভিডিও মালয়েশিয়ার সরকারি বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় গত মঙ্গলবার। তার পরই ভাইরাল হয়ে গেছে পোস্টটি।

মন্তব্যসাতদিনের সেরা