kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

বন্যাদুর্গত কুমিরের শেষ আশ্রয় বাড়ির ছাদ! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৯ ১৯:৩৭ | পড়া যাবে ১ মিনিটেবন্যাদুর্গত কুমিরের শেষ আশ্রয় বাড়ির ছাদ! (ভিডিও)

টানা ১০ দিনের বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের কর্নাটকে। স্থানীয়রা থাকতে পারছেন না বাসা-বাড়িতে। এদিকে বন্যার কারণে দুভোর্গে পড়েছে বন্য প্রাণীরাও। তাই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে বন্যাদুর্গত কুমির। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে টান টান হয়ে শুয়ে রয়েছে কুমির। সেই ছাদের চারপাশে যে দিকেই চোখ যাচ্ছে শুধুই পানি। তার মধ্যেই জেগে থাকা বাড়ির ছাদের উপর আশ্রয় নিয়েছে এক কুমির।

বন্যার জেরে তলিয়ে গেছে কর্নাটকের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে বেলগাম জেলার অবস্থা সবচেয়ে শোচনীয়। এরই মধ্যে কর্নাটকের বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে। ১৭টি জেলার প্রায় চার লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা