kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

ফ্রান্সে ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

আবু তাহির, ফ্রান্স    

১২ আগস্ট, ২০১৯ ১৬:০১ | পড়া যাবে ২ মিনিটেফ্রান্সে ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এবার ঈদে বাংলাদেশিদের পরিচালিত তিনটি মসজিদ ও একটি মিলনায়তনে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সবগুলো জামাতেই ছিল উপচে পড়া ভিড়। এ সব জামাতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবারের ঈদ ছুটির দিন রবিবার হওয়াতে ঈদ জামাতে বাংলাদেশিদের উপস্থিতি ছিল ব্যাপক। 

এবার তিনটি পৃথক জায়গায় বাংলাদেশি ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটি মসজিদ ওভারবিলা, স্থা ইসলামিক সেন্টার ও মেট্রো হুশ জিমনেশিয়ামে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

মেট্রো হুশ জিমনেসিয়ামে বাংলাদেশিদের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে অংশ নিয়ে বাংলাদেশিদের শুভেচ্ছা জানান স্থানীয় সিটি করপোরেশনের নেতৃবৃন্দ। 

প্যারিসের মেট্রোহোশে জিমনেশিয়ামে সবচেয়ে বড় ঈদের নামাজের পর মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন। এ সময় তিনি ফ্রান্স প্রবাসীদের সমৃদ্ধি কামনা করেন এবং শুভেচ্ছা জানান। 

ঈদের জামাতের পর প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশের মুসল্লিরা কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এবার মসজিদগুলোয় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমনকি বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। 

দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে বাংলাদেশিরা মসজিদে আসেন। নামাজ শেষে দেশীয় সংস্কৃতির মতো বাংলাদেশিরা একে অপরের বাড়িতে ঘুরে বেড়িয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। দেশে আপনজনদের রেখে ঈদের আমেজ তেমন একটি পূর্ণ হয়নি বলেও জানান অনেকে।

মন্তব্যসাতদিনের সেরা