kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

শুভসংঘ, চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসানের জন্মদিন পালিত

চাঁদপুর প্রতিনিধি   

১০ আগস্ট, ২০১৯ ২২:২৫ | পড়া যাবে ১ মিনিটেশুভসংঘ, চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসানের জন্মদিন পালিত

৬১ বছরে পা দিয়েছেন কালের কণ্ঠ-শুভসংঘ, চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসান খান। এই উপলক্ষে শুভসংঘের পক্ষ থেকে শনিবার দিনভর শহরের তিন নদীর মোহনায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে মাহমুদ হাসান খানকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান কালের কণ্ঠ‘র চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ।

এ সময় শুভসংঘের কেন্দ্রীয় সদস্য মহিউদ্দন শ্রাবণ, চাঁদপুর কমিটির উপদেষ্টা ইবনে আজম সাব্বির, সহসভাপতি সাখওয়াত হোসেন ইমন, সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, মাহমুদ হাসান খানের সহধর্মিনী মাহমুদা আক্তার ডেইজীসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া তারুণ্যের অগ্রদূত, স্কুল অব হিউমিনিটি, সাহিত্য চর্চা কেন্দ্রসহ আরো বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে মাহমুদ হাসান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা