kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভিডিওর জন্য ঝুঁকি, দেড়শ ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে ইউটিউবারের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১০ আগস্ট, ২০১৯ ০০:৩০ | পড়া যাবে ১ মিনিটেভিডিওর জন্য ঝুঁকি, দেড়শ ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে ইউটিউবারের মৃত্যু

সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ নামডাক তার। জীবন বাজি রেখে নানা রকম ভিডিও তৈরি করে থাকেন রুবেন কার্বোনেল। সেই ইউটিউবার প্রাণ হারালেন ভিডিও করতে গিয়ে।

জানা গেছে ১৫০ ফুট উঁচু থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন প্যারাগ্লাইডিংয়ের সময়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্যারাশুটটা আর খুলল না। 

স্পেনের আলিকান্তের একটি সিমেন্ট কারখানার উঁচু থেকেই প্যারাগ্লাইড করতে যাচ্ছিলেন তিনি। সেই ফ্যাক্টরির বড় চিমনি থেকে মূলত প্যারাগ্লাইড করতে হয়। সেখান থেকেই ঝাঁপ দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্ববিখ্যাত এই ইউটিউবার। 

২৯ বছর বয়সী রুবেনের সঙ্গে গিয়েছিলেন তার এক বন্ধুও। তিনি তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকলেও লাভ হয়নি। দুর্ভাগ্যবশত প্যারাশুটটা না খুলতেই বিপত্তি এসে হাজির। মৃত্যু হয় রুবেনের।

মন্তব্যসাতদিনের সেরা