kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

রেকর্ড দামে বিক্রি হলো ‘বস’, কিনলেন মেয়র আতিকুলের ভাতিজা

কালের কণ্ঠ অনলাইন   

৯ আগস্ট, ২০১৯ ১৯:৩৮ | পড়া যাবে ১ মিনিটেরেকর্ড দামে বিক্রি হলো ‘বস’, কিনলেন মেয়র আতিকুলের ভাতিজা

দিন দুয়েক পরেই ঈদ। সেই উপলক্ষে দেশে গরু, ছাগল, ভেড়া ও উটের চাহিদা তুঙ্গে। ঈদে প্রায় এক কোটি পশু কুরবানি হতে পারে দেশজুড়ে। প্রতি বছরের মতো এবারো কুরবানির পশু হিসেবে কয়েকটি আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

তার মধ্যে ‘বস’ নামের একটি অতিকায় ষাঁড় অন্যতম। কারণ, সম্প্রতি যে দামে বিক্রি হয়েছে বস, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

বসের জন্ম যুক্তরাষ্ট্রে। বছর খানেক আগে সেখান থেকে ঢাকার অদূরে একটি ফার্মে নিয়ে আসা হয় তাকে। বসের পালক ইমরান হোসেন জানান, বসের ওজন প্রায় এক হাজার চারশ কেজি। নিলামে সেটি বিক্রি হয়েছে ৩৭ লাখ টাকায়।

বাংলাদেশে বিক্রি হওয়া গবাদির পশুর দাম অনুসারে এটি একটি নতুন রেকর্ড। বাংলাদেশের এক বস্ত্র কারখানার মালিক ‘বস’কে কিনেছেন বলে জানিয়েছেন ইমরান। 

জানা গেছে, ইসলাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ গরুটি কিনেছেন। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা। ‘বস’ কিনতে পেরে খুশি শাকির আহমেদ। তিনি বলেন, ‘আল্লাহর রাস্তায় উৎকৃষ্ট কিছু উৎসর্গ করার জন্য ‘বস’ নামের গরুটি কিনেছি। সবাই দোয়া করবেন।’

মন্তব্যসাতদিনের সেরা