kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

ক্ষেতে লাঙল দেওয়ার সময় দামি হীরা কুড়িয়ে পেলেন কৃষক

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ১৭:০০ | পড়া যাবে ২ মিনিটেক্ষেতে লাঙল দেওয়ার সময় দামি হীরা কুড়িয়ে পেলেন কৃষক

নিজের জমিতে চাষ করছিলেন এক কৃষক। এমন সময় লাঙলের আগায় উঠে এল আস্ত এক হিরে। হিরের টুকরা পাওয়ার পর ওই কৃষক প্রথমে হিরের দাম বুঝতে পারেননি। তিনি আল্লা বক্স নামে এক স্থানীয় ব্যবসায়ীকে ওই হিরে দেখান। ব্যবসায়ী নগদ সাড়ে ১৩ লাখ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হিরেটি কিনে নেন। পরে জানা গেছে ওই হিরের দাম অন্তত ৬০ লাখ টাকা। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার গোল্লাভানেপল্লি গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় পুলিশ জানায়, চাষের জমি থেকে কেউ হিরে পেয়েছে বলে তারা জানে না। তবে এই ধরনের একটা গুজব ছড়িয়েছে। তারা তদন্ত করে দেখছে।

এই নিয়ে চলতি বর্ষায় কুর্নুল জেলা থেকে দু’বার হিরে পাওয়া গেল। গত ১২ জুন জোন্নাগিরি অঞ্চলে ভেড়া চরানোর সময় এক পশুপালক আট ক্যারেটের হিরে পান। তিনি ২০ লাখ টাকায় হিরে বিক্রি করেন। পরে জানা যায়, ওই হিরের মূল্য অন্তত ৫০ লাখ টাকা।

অতীতেও কৃষ্ণা নদী ও তার শাখানদীগুলোর তীর থেকে হিরে পাওয়া গেছে। এই হিরেগুলোকে ভুল করে গোলকোন্ডা মাইন বলা হয়।

প্রতি বছর বর্ষায় পানির স্রোতে হিরের টুকরো ভেসে আসে। জোন্নাগিরি, তুগগালি, মাদ্দিকেরা, পাগিদিরাই, মহানন্দী ও মহাদেবপুরম গ্রাম থেকেই হিরে পাওয়া যায় সবচেয়ে বেশি।

সূত্র: দ্য ওয়াল।

মন্তব্যসাতদিনের সেরা