kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

বিশ্বের সবচেয়ে শ্রদ্ধার পাত্র বিল গেটস, তালিকায় রয়েছেন মোদি-অমিতাভ-শাহরুখ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৯ ২০:৩৩ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের সবচেয়ে শ্রদ্ধার পাত্র বিল গেটস, তালিকায় রয়েছেন মোদি-অমিতাভ-শাহরুখ

সারাবিশ্বে সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন ছয় নম্বরে। তবে ভারতে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র। যুক্তরাজ্যের ইন্টারনেট মার্কেট রিসার্চ ও ডেটা অ্যানালিসিস সংস্থা ইউগভ এক সমীক্ষায় এ তথ্য জানিয়েছে। 

মোদি ছাড়াও শীর্ষ ২০ জনের তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খান। শীর্ষ ২০ নারীর তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাই। 

এই সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। আর দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 

ওবামার স্ত্রী মিশেল শ্রদ্ধেয় নারীদের তালিকায় শীর্ষ রয়েছেন। ওবামা দম্পতির পাশাপাশি এই তালিকায় রয়েছেন আরেক হেভিওয়েট দম্পতিও। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ান। 

এ ছাড়াও বিশ্বের শ্রদ্ধেয় নারীদের তালিকায় রয়েছেন হিলারি ক্লিন্টন ও মেলানিয়া ট্রাম্প। তবে তাদের স্বামীরা শ্রদ্ধেয় তালিকায় জায়গা পাননি।

মন্তব্যসাতদিনের সেরা