kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

শুক্রবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে ইডি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৯ ২২:৪০ | পড়া যাবে ১ মিনিটেশুক্রবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে ইডি

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করেছে ইডি। জানা গেছে, রোজভ্যালি কাণ্ডে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।

ইডির পক্ষ থেকে প্রসেনজিতকে জানানো হয়েছে, ১৯ জুলাই তাকে হাজির হতে হবে। রোজভ্যালি প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘মনের মানুষ’ ও ‘হ্যাংওভার’ ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অন্যদিকে, রোজভ্যালি কাণ্ডে বৃহস্পতিবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টানা সাড়ে ৭টা ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডি সূত্র জানিয়েছে, রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঋতুপর্ণা। কিন্তু কেন তাকে বিদেশ ভ্রমণের খরচ দিল গৌতম কুণ্ডুর সংস্থা, সে ব্যাপারে তথ্য পেতে ঋতুপর্ণাকে তলব করা হয়। 

এদিকে কয়েকটি সিনেমার স্বত্ত্ব কেনে রোজভ্যালি। সেই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা। সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার প্রসেনজিতকে জিজ্ঞাসাবাদের কথা।

https://www.facebook.com/ieBangla/videos/457292168154029/?t=24

মন্তব্যসাতদিনের সেরা