kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

সোনার 'আংটির বরাতে' ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরল তরুণী

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৯ ২১:১৭ | পড়া যাবে ১ মিনিটেসোনার 'আংটির বরাতে' ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরল তরুণী

হাতের আঙুলে সোনার আংটি থাকার কারণে ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরতে পারলেন এক তরুণী। গত মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ডোংরিতে ভেঙে পড়ে এক বহুতল ভবন। 

ওই ঘটনায় নিহতের সংখ্যা এরই মধ্যে বেড়ে ১৪ জন। জানা গেছে, ধ্বংস্তূপের মধ্যে লোহার একটি বিমের নিচে প্রায় দু'ঘণ্টা চাপা পড়েছিলেন জিনাত রেহমান সালমানি। তার হাতের আঙুলে সোনার আংটি দেখে উদ্ধারকারী দলের সদস্যরা বুঝতে পারেন, সেখানে কেউ চাপা পড়ে আছে। আর তার পরই শুরু হয় উদ্ধার কাজ।

দেড় ঘণ্টা ধরে চেষ্টার পর ওই তরুণীকে উদ্ধার করা হয়। জানা গেছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। এদিকে, বুধবার সকালে ওই ধ্বংসস্তূপ থেকে আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে রয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। সে কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মন্তব্যসাতদিনের সেরা