kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

সন্ধান মিলল মানবদেহের আকৃতির জেলিফিশ(ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৯ ১৩:৪৯ | পড়া যাবে ১ মিনিটেসন্ধান মিলল মানবদেহের আকৃতির জেলিফিশ(ভিডিওসহ)

বিরাট আকৃতির একটি জেলিফিশের সন্ধান মিলেছে ইউকের কর্নওয়াল কোস্টে। জেলিফিশের চেহারা প্রায় একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের মতো। গত শনিবার ওই কোস্টের সমুদ্রে আন্ডারওয়াটার ডাইভিংয়ে গিয়েছিলেন লিজি ডালি। তিনি একজন পেশাদার ডাইভার। তিনি জানিয়েছেন, এতদিনের কর্মজীবনে এত বড় জেলফিশ তিনি দেখতে পাননি।

জানা গেছে, লিজি একজন বণ্যপ্রাণী সংরক্ষক ও টেলিভিশন সঞ্চালিকা। ওয়াইল্ড ওশান উইক উপলক্ষে বেশ কিছুদিন ধরেই নানা ক্যাম্পেনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সেই ক্যাম্পেনের কাজে এতদিন ধরে আছেন কিন্তু এত বড় জেলিফিশ দেখতে পাননি তিনি। এনকাউন্টারের সময় একেবারে তাঁর আকারের একটি জেলিফিশ দেখতে পেরে তিনি রীতিমতো স্তম্ভিত। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেন লিজি। 

এ ব্যাপারে মেরিন এক্সপার্টরা জানিয়েছেন, এটি এক ধরনের ব্যারেল জেলিফিশ। ব্রিটিশ জলে এটিই সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। প্রায় ৪৫ কিলোগ্রাম ওজন হতে পারে এই জেলিফিশের। শরীরের মাপ হতে পারে ৯০ সেন্টিমিটার। সূত্র: এই সময়।

মন্তব্যসাতদিনের সেরা