kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

শিম্পাঞ্জিকে পালাতে বাধা, সজোরে লাথি খেলেন চিড়িয়াখানার রক্ষী

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৯ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেশিম্পাঞ্জিকে পালাতে বাধা, সজোরে লাথি খেলেন চিড়িয়াখানার রক্ষী

খাঁচা থেকে বের হয়ে পালিয়ে যাচ্ছিল শিম্পাঞ্জি। তাকে বের হতে না দেয়ার জন্য চিড়িয়াখানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়েছে ততক্ষণে। এর মধ্যেই শিম্পাঞ্জিটি সেখানকার এক রক্ষীকে লাথি মারতে থাকে।

ঘটনাটি ঘটেছে চীনের বেইজিংয়ের চিড়িয়াখানায়। গত শুক্রবার হঠাৎ করেই চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় ওই শিম্পাঞ্জি। পুরো ঘটনায় চারিদিকে হইচই পড়ে যায়।

শিম্পাঞ্জিকে ধরার জন্য নিরাপত্তারক্ষীরা ছোটাছুটিও শুরু করে দেন। কিন্তু কিছুতেই ধরা যাচ্ছিল না শিম্পাঞ্জিকে। তারপর হঠাৎ করেই ঘটল আরেক কাণ্ড। চিড়িয়াখানার গেটে আসতেই লাফালাফি শুরু করে দিল শিম্পাঞ্জিটি। 

ঠিক তখনই শিম্পাঞ্জিকে ধরতে এগিয়ে যান এক নিরাপত্তারক্ষী। তখন ক্ষেপে যায় শিম্পাঞ্জি। রাগের বশে নিরাপত্তারক্ষীকে সজোরে লাথি মারে সে। তারপর সোজা শহরের রাস্তায় নেমে দৌঁড় দেয়।

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা