kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

১১ দিনে তিনবার সোনা জিতলেন ভারতের হিমা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুলাই, ২০১৯ ১৯:২১ | পড়া যাবে ১ মিনিটে১১ দিনে তিনবার সোনা জিতলেন ভারতের হিমা

মাত্র ১১ দিনে তিনটি সোনা জিতেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গণে ১১ দিনের মধ্যে তিনটি স্বর্ণপদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন আসামের হিমা দাস।

গত ২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স মিটে ২৩ দশমিক ৬৫ সেকেন্ডে দু'শ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জেতেন হিমা। এরপর  ৭ জুলাই সে দেশেই কুতনো অ্যাথলেটিক্স মিটে দ্বিতীয় দু'শ মিটার রেসে ২৩ দশমিক ৯৭ সেকেন্ডে প্রথম স্থান লাভ করেন।

গতকাল ১৩ জুলাই চেজ প্রজাতন্ত্রে ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে আবারো সোনা জেতেন হিমা। এবার দু'শ মিটার দৌড়াতে ২৩ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। এর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়া গেমসে ৪x৪০০ মিটার রিলে রেসে সোনা জেতেন হিমা।

এর বাইরে ১৮ বছর বয়সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপের( অনূর্ধ্ব-২০) চারশ মিটার বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন হিমা।

মন্তব্যসাতদিনের সেরা