kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

এবার নেট দুনিয়ায় নতুন চ্যালেঞ্জ আরশোলা নিয়ে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০১৯ ২০:৫২ | পড়া যাবে ১ মিনিটেএবার নেট দুনিয়ায় নতুন চ্যালেঞ্জ আরশোলা নিয়ে

বোতলের ক্যাপ খোলার চ্যালেঞ্জ শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় নতুন চ্যালেঞ্জ হাজির। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ‘আরশোলা চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জ ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে উন্মাদনা চরমে উঠেছে।

জানা গেছে, ফেসবুকে অ্যালেক্স অ্যাং নামের এক কিশোর আরশোলা চ্যালেঞ্জের শুরুটা করেছেন। তারপর এই চ্যালেঞ্জ ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। 

এই চ্যালেঞ্জের মূল বিষয় হলো, মুখে আরশোলা বসে থাকা অবস্থায় সেলফি তুলে পোস্ট করতে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

নিজের মুখে আরশোলা বসিয়ে রেখে ছবি তুলে অ্যালেক্স পোস্ট করার পর, সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অ্যালেক্সের দেখাদেখি তার বন্ধুরাও মেতে ওঠে ওই চ্যালেঞ্জে।

কেউ কেউ আবার মুখে একাধিক আরশোলা নিয়ে সেলফি পোস্ট করতে থাকে।

মন্তব্যসাতদিনের সেরা