kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

ডিম বাঁচাতে চলন্ত ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে গেল মা পাখি (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০১৯ ১৯:১৭ | পড়া যাবে ১ মিনিটেমাটিতে ডিম পেড়েছে ছোট্ট পাখিটি। ডিম পাড়ার পর তাতে তা দিচ্ছিল পাখিটি। হঠাৎ করে সে দেখতে পায়, একটি ট্রাক্টর এগিয়ে আসছে তার দিকে। 

সেই ট্রাক্টর ওই দিক দিয়ে গেলে ডিমগুলো যে ভেঙে যাবে, সেটা মা পাখিটির বুঝতে অসুবিধা হয়নি। সে কারণে চলন্ত ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে পাখিটি ডানা ঝাপটাতে থাকে।

ছোট্ট পাখিটির এ ধরনের অদ্ভুত আচরণ নজরে আসে ট্রাক্টর চালকের। তিনি, ট্রাক্টর থামিয়ে বাইরে এসে বুঝতে পারেন বিষয়টি। তার পর প্রচণ্ড গরমের কথা ভেবে পানির একটি বোতল রেখে যান পাখিটির পাশে। 

সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনের উলানকাব শহরে। ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। নিজের ডিমগুলো রক্ষার জন্য মা পাখির এ ধরনের প্রয়াস মুগ্ধ করেছে নেটিজেনদের।

মন্তব্যসাতদিনের সেরা