kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

যাত্রাবাড়ীতে বৃষ্টির স্রোতে ভেসে গেল সব (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৯ ১৬:৩২ | পড়া যাবে ১ মিনিটেঢাকাসহ সারাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায় সকালে রোদের দেখা মিললেও সেটা ছিল সাময়িক। বেলা বাড়ার সাথে মেঘের আনাগোনা বাড়তে থাকে। এরপর শুরু হয় বৃষ্টি। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হতে দেখা যায়। ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাঁচামাল ব্যবসায়ী অনেকের মাথায় হাত পড়েছে। জানা গেছে শুক্রবারের টানা বৃষ্টিতে যাত্রাবাড়ী এলাকার ফ্লাইওভার সংলগ্ন কাঁচাবাজারে বৃষ্টির পানির তোড়ে অনেক মালামাল ভেসে গেছে। তারেক রহমান নামের এক ব্যক্তির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সারি সারি কুমড়া,কাঠালের পুরো স্তুপ পানিতে ছড়িয়ে ছিটিয়ে ভেসে যেতে থাকে।

কিছু কাঁচামালের দোকানদার তাদের পণ্য সামগ্রী আটকানোর চেষ্টা করলেও আটকানো যায়নি। তবে স্থানীয়দের মতে, এই বৃষ্টির তোড়ে কিছু ব্যবসায়ী বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন। কেননা এখানের সব ব্যবসায়ী অর্থবান নন, আর ক্ষতিটা ক্ষুদ্র ব্যবসায়ীদেরই হয়েছে। ইতোমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।    

মন্তব্যসাতদিনের সেরা