kalerkantho

সোমবার । ২২ জুলাই ২০১৯। ৭ শ্রাবণ ১৪২৬। ১৮ জিলকদ ১৪৪০

পাবজি খেলার সময় মোবাইল কেড়ে নেওয়ায় কিশোরের আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

১০ জুলাই, ২০১৯ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেপাবজি খেলার সময় মোবাইল কেড়ে নেওয়ায় কিশোরের আত্মহত্যা

ভারতের হরিয়ানা প্রদেশে পাবজি খেলতে না দেয়ায় আত্মহত্যা করেছে ১৭ বছরের এক কিশোর। পাবজি খেলার সময় তার মা হাত থেকে ফোন কেড়ে নিয়েছিলেন। তাই ওই কিশোর আত্মহত্যা করে। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দশম শ্রেণির পড়াশোনো শেষ করে এক বছর ঘরে বসে ছিল ওই কিশোর। সারাদিন মূলত পাবজি খেলেই তার সময় কাটত। পাবজি ভারতের সবথেকে জনপ্রিয় মোবাইল গেম। এর গেমে একাধিক বন্ধুর সাথে যুদ্ধক্ষেত্রে লড়াই করা যায়

ওই কিশোরের বাবা একজন পুলিশ অফিসার। তিনি জানান, ছেলেকে অনেক বুঝিয়েও পড়াশোনায় মন বসাতে পারেননি। সারা দিন সে পাবজি খেলত। গত শনিবার বিকেলে মা ছেলের ঘরে ঢুকে দেখে সে পাবজি খেলছে। তখনই ছেলের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় সে। তখন আমি ডিউটিতে ছিলাম। পরদিন সকালে ঘরে ঢুকে দেখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশের সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, এই বিষয়ে এখনও কোনো অভিযোগ জমা পরেনি। তবে পুলিশ তদন্ত শুরু করছে।

মন্তব্যসাতদিনের সেরা