kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

রূপকথার সোনালি পাখি দেখে মুগ্ধ গবেষকরা, অতঃপর জানা গেল ...

কালের কণ্ঠ অনলাইন   

৯ জুলাই, ২০১৯ ১৮:০৪ | পড়া যাবে ১ মিনিটেরূপকথার সোনালি পাখি দেখে মুগ্ধ গবেষকরা, অতঃপর জানা গেল ...

কমলা রঙের অদ্ভ‌ুত সুন্দর একটি পাখি ইংল্যান্ডের প্রাণী রক্ষা কেন্দ্রের কর্মীদের মুগ্ধ করে দেয়। নতুন এই পাখির প্রজাতি জানতে গবেষণাও শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত যা জানা যায়, তাতে গবেষকরা অবাক হয়ে গেছেন। 

কমলা রঙের ওই পাখি উদ্ধার করে ইংল্যান্ডের টিগিউইকংলস ওয়াইল্ড লাইফ হসপিটালে নিয়ে যান কয়েকজন প্রাণীরক্ষা কর্মী। বাকিংহামশায়ারের প্রধান সড়কের পাশ থেকে পাখিটি উদ্ধার করা হয়।

ভালো করে পরীক্ষা করে প্রাণীবিদরা বুঝতে পারেন, সেটি নতুন ধরনের পাখি নয়, উজ্জ্বল কমলা রঙের ওই পাখির পালকে আসলে তরকারির ঝোল কোনোভাবে লেগে গেছে।

হলুদ দেয়া কোনো তরকারি পাখিটির গায়ে পড়ার কারণে তার রং ওই রকম হয়ে গেছে সিগালটি। তবে পাখিটির গায়ে কীভাবে তরকারির রং লেগেছে, তা এখনো বোঝা যাচ্ছে না। শারীরিকভাবে সিগালটি সম্পূর্ণ সুস্থ আছে। 

মন্তব্যসাতদিনের সেরা