kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

এবার অন্তর্বাসের ব্যবসা শুরু করলেন সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

৯ জুলাই, ২০১৯ ১৭:৩৫ | পড়া যাবে ২ মিনিটেএবার অন্তর্বাসের ব্যবসা শুরু করলেন সানি লিওন

বরাবরই খোলামেলা পোশাকে দেখা যায় সানি লিওনকে। যা পরলে নিজেকে মানায়, যে পোশাকে স্বচ্ছন্দ বোধ করেন, বরাবরই সেসব পরিধান করেন সানি।

তাতে অন্যরা কী বলল, একটুও পরোয়া করেন না। সেই সানি লিওন গতকাল সোমবার মুম্বাইয়ে অন্তর্বাসের ব্র্যান্ড 'ইনফেমাস' চালু করলেন। সে সময় সানিকে প্রশ্ন করা হয়, তার খোলামেলা পোশাক নিয়ে। 

উত্তরে সানি বলেন, আমি সম সময়ই নিজের পছন্দ খেতে এবং পরতে বিশ্বাসী। ইচ্ছে হলে যেমন টি-শার্ট, জিন্স পরি, তেমনি সোয়ের্টারও পরি। কে, কী বলল তাতে কী যায় আসে? 

নিজের পরবর্তী সিনেমার ব্যাপারে সানি জানান, আমি অর্জুন পাটিয়ালার কাজ নিয়ে ব্যস্ত। আরেকটি ছবি আছে পাইপলাইনে, কোকাকোলা। এই ছবিটি সম্ভবত এই বছরেই মুক্তি পাবে।

প্রযোজনায় আসার ব্যাপারে সানির হাসিমাখা জবাব, খুব ভালো গল্প পেয়েছি। প্রোডাকশন টিমও তৈরি। তারিখ আর সময় ঠিক হলেই কাজ শুরু করব।

এর আগে সানি নিজের কসমেটিক ব্র্যান্ড 'স্টারস্ট্রাক বাই সানি লিওন' বাজারে নিয়ে এসেছিলেন। নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখতে কেমন লাগে, সে ব্যাপরে সানির জবাব, ব্যবসাটা আমি ভালোই বুঝি। তবে আমার থেকেও ড্যানিয়েল আরো ভালো পারে সামলাতে। আমাদের লক্ষ্য এক হওয়ায়, আর ড্যানিয়েল আমার পাশে থাকায় আমিও এখন পোক্ত ব্যবসায়ী হয়ে উঠেছি।

মন্তব্যসাতদিনের সেরা