kalerkantho

সোমবার । ২২ জুলাই ২০১৯। ৭ শ্রাবণ ১৪২৬। ১৮ জিলকদ ১৪৪০

যে ছবি দর্শকদের বোকা বানায়

কালের কণ্ঠ অনলাইন   

৮ জুলাই, ২০১৯ ২১:৪৮ | পড়া যাবে ১ মিনিটেযে ছবি দর্শকদের বোকা বানায়

ভাইরাল হওয়া গাড়ির ছবি।

ইন্টারনেটে এমন কিছু ছবি ওঠে আসে যা মানুষকে বেশ কিছুক্ষণ ভাবতে বাধ্য করে। আর সেই সব ছবির মতোই একটি ছবি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই ছবিটি দেখে আপনার দৃষ্টি ভ্রম হতে পারে।

ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই ছবিটি দেখে মনে হয়, সন্ধ্যাবেলা সৈকতে এসে আছড়ে পড়েছে ঢেউ। আর দিগন্তে জলরাশির সঙ্গে মিশে গেছে আকাশটা। আকাশে ফুটেছে কিছু তারা। কিন্তু আসলে তা নয়। এটি একটি গাড়ির দরজার অংশ, যেটা মেরামত করা প্রয়োজন।

নায়েম নামে এক টুইটার ব্যবহারকারী ২ জুলাই এই ছবিটি পোস্ট করেছেন। তারপরই ছবিটি ভাইরাল হয়ে গেছে। কারণ ছবিটি আসলে কিসের তা নিয়েই মজা শুরু হয়েছে সোশ্যাল মডিডিয়ায়। ছবির সঙ্গে ওই টুইটার ইউজার লিখেছেন, আপনি যদি সৈকত, সমুদ্র, নুড়ি-পাথর, আকাশে তারা দেখতে পান তবে আপনি একজন শিল্পী। কিন্তু এটা কোনো আঁকা ছবি নয়, এটা একটি গাড়ির দরজার অংশ, যেটা মেরামত করা প্রয়োজন।

 

মন্তব্যসাতদিনের সেরা