kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

ভেজিটেরিয়ন হাঙর আবিষ্কার!

কালের কণ্ঠ অনলাইন   

৮ জুলাই, ২০১৯ ১৮:২৬ | পড়া যাবে ১ মিনিটেভেজিটেরিয়ন হাঙর আবিষ্কার!

সাধারণভাবে মনে করা হয় হাঙর মাংশাসী প্রাণী। তবে বর্তমানে বিজ্ঞানীরা এক বিরল প্রজাতির হাঙর আবিষ্কার করেছেন। বলা হচ্ছে, পৃথিবার সর্বপ্রথম সর্বভুক হাঙর এটি। কারণ ওই হাঙরটি ভেজিটেরিয়ন। সমুদ্রে ঘাসের ৬০ শতাংশ খেয়ে নিয়েছে বিরল প্রজাতির ওই হাঙরটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, বিষয়টি স্পষ্ট করার জন্য শুরু হয় পরীক্ষা-নিরীক্ষার কাজ। গবেষণার জন্য নেওয়া হয় পাঁচটি হাঙর। তিন সপ্তাহের গবেষণায় হাঙরগুলোকে দেওয়া খাবার হিসেবে দেওয়া হয়েছিল সমুদ্রের ঘাস এবং ছোট ছোট কিছু শামুক। 

গবেষণার তথ্য জানাচ্ছে, হাঙরের দেহে রয়েছে এক বিশেষ ধরনের উৎসেচক। যেটি সমুদ্র ঘাসের হজমে বিশেষ সহায়তা করে থাকে। গবেষণায় ওঠে আসা তথ্য প্রকাশিত হয় প্রসিডিংস অফ দ্য রয়াল সোশাইটি বি নামক জার্নালে। গবেষণায় ওঠে আসা তথ্য বদলেছে পুরনো প্রচলিত ধারণাকে। 

সাধারণভাবে মনে করা হতো হাঙর মাংশাসী প্রাণী। তবে, সেটা যে একেবারেই ঠিক ধারণা নয় এবার তারই প্রমাণ পাওয়া গেল হাতেনাতে।

গবেষক দলের প্রধান জানান, হাঙরদের মধ্যেও যে এই ধরনের পরিপাকতন্ত্রের অস্তিত্ব রয়েছে, বিষয়টি জেনে আমরা অবাক হয়েছি। 

মন্তব্যসাতদিনের সেরা