kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

রোবট আর মানুষের রুদ্ধশ্বাস লড়াইয়ের জমজমাট দু'টি ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুন, ২০১৯ ২০:১৬ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোস্টন ডাইনামিকসের রোবটগুলো ব্যাপক জনপ্রিয়। প্রতিষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় রোবট অ্যাটলাস। সেই রোবটের বিভিন্ন রকম কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আপলোড করার পর সেগুলো ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঘরের দরজা খুলে বের হয়ে যাচ্ছে রোবট অ্যাটলাস। এরপর বালুর মধ্যে হেঁটে বেড়াচ্ছে। বার বার মনে হবে, এই বুঝি রোবটটি পড়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত অ্যাটলাস পড়ে না। একপর্যায়ে রোবটটিকে আঘাত করে ফেলে দেয়া হলেও সে উঠে দাঁড়ায়।

আরেক ভিডিওতে রোবট অ্যাটলাসকে রীতিমতো রেসলিং করতে দেখা যায়। প্রথমে তাকে দেখা যায়, বাইরে থেকে হনহনিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে। এরপর একটি বক্স নিয়ে আরেক জনের সঙ্গে খেলা করতে। তারপরই পেছন থেকে রোবটটিকে আঘাত করেন এক ব্যক্তি। এরপর রোবটটি উঠে দাঁড়ায়।

বিভিন্নভাবে রোবটটিকে জ্বালাতন করলেও বিরক্ত না হয়ে সে নিজের কাজ করতে থাকে। একপর্যায়ে রোবটটি এক ব্যক্তির হাত থেকে হকিস্টিক কেড়ে নেয়। এরপর রোবটটির মুখে গুলি করা হলেও তার কিছু হয় না।

ভিডিওটির শেষে দেখা যায়, দু'জন ব্যক্তিকে নাস্তা বাড়িয়ে ধরে আছে ওই রোবট।

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা