kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

মোবাইল কেড়ে নিয়ে সেলফি তুলতে শুরু করল বানর

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুন, ২০১৯ ২১:০৮ | পড়া যাবে ১ মিনিটেমোবাইল কেড়ে নিয়ে সেলফি তুলতে শুরু করল বানর

শিম্পাঞ্জির মোবাইল ব্যবহারের ভিডিও এর আগেই গণমাধ্যমে উঠে এসেছে। পর্যটকদের মোবাইল কেড়ে নিয়ে বানরের জ্বালতনের বিষয়ও অজানা নয়। এবার পার্কে ঘুরতে আসা একদল পর্যটকের সঙ্গে সেলফি তোলা নিয়ে একটি বানর যা করেছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার বাসিন্দা জুডি হিকস তার স্বামী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাতে এসেছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে এসে তিনি পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উবুদ মাংকি ফরেস্টে। 

জায়গাটি আসলে বানরদের মুক্তাঞ্চল। সেখানে গিয়ে যখন গাইডকে ছবি তোলার জন্য মোবাইল দিয়ে তারা পোজ দিচ্ছেন, তখনই এই কাণ্ড ঘটায় ওই বনাঞ্চলের একটি বানর।

মোবাইল দেখেই দূর থেকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে গাইডের হাত থেকে মোবাইল কেড়ে নেয় বানরটি। তার পর পর্যটকদের সামনে দাঁড়িয়ে সুন্দর পোজে তুলতে থাকে সেলফি। বানরের তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরো ঘটনার কথা লিখেছেন অস্ট্রেলিয়ার ওই পর্যটক। ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা