kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

মেরে ফেলা প্রাণীটি সুন্দরবনের বিরল নেকড়ে

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুন, ২০১৯ ২০:০৭ | পড়া যাবে ১ মিনিটেমেরে ফেলা প্রাণীটি সুন্দরবনের বিরল নেকড়ে

সর্বশেষ ১৯৪৯ সালে বাংলাদেশে দেখা গেছে ধুসর বর্ণের নেকড়ে। তারপর থেকে এই প্রাণীটি বাংলাদেশে একেবারেই বিলুপ্ত। ৮০ বছর পর দেখা মিলতেই ধুসর বর্ণের বিরল নেকড়েটিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে।

রবিবার বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানিয়েছেন, সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় ওই নেকড়েটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গৃহপালিত প্রাণীর ওপর হামলার জেরে এলাকাবসী ওই নেকড়েকে পিটিয়ে হত্যা করে।

নেকড়েটির মরদেহের ছবি দেখে ভারতের ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউটের কর্মকর্তা ওয়াই ভি ঝালা বলেন, ছবিটি দেখে আমরা নিশ্চিত হয়েছি যে ওই প্রাণীটি ভারতের ধুসর নেকড়ে।

তিনি আরো বলেন, ভারতে এখনো তিন হাজার নেকড়ে রয়েছে। ১৯৪০ এর দশকে বাংলাদেশে প্রাণীটি দেখা গেছে। আবহাওয়ার কারণে সেখানে প্রায় ৮০ বছর ধরে প্রাণীটি আর দেখা যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা