kalerkantho

শুক্রবার । ৮ ফাল্গুন ১৪২৬ । ২১ ফেব্রুয়ারি ২০২০। ২৬ জমাদিউস সানি ১৪৪১

দরজায় ঝুলে ব্যায়াম করছে বিড়াল

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৯ ২৩:০৪ | পড়া যাবে ১ মিনিটেদরজায় ঝুলে ব্যায়াম করছে বিড়াল

স্বাস্থ্য ভালো রাখার অন্যতম হাতিয়ার ব্যায়াম। সে কারণে ইঁদুর দৌড়ের এই যুগে শরীর সুস্থ রাখতে অনেকেই নিয়মিত ব্যায়াম করে থাকেন। কিন্তু পশুরা ব্যায়াম করে এ রকম শুনেছেন? 

সম্প্রতি সে রকমই এক ভিডিও ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। আর সেই ভিডিও নিয়েই মজায় মেতেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দরজার উপরে উঠে পড়েছে কালো রঙের একটি বিড়াল। তার পর দরজার উপর থেকে ঝুলে পড়ে সে। ওই ভাবে ঝুলেই ‘পুল-আপ’ করতে শুরু করে বিড়ালটি। বেশ কয়েকবার পুল আপ করে তারপর ঝাঁপিয়ে নেমে পড়ে পাশে রাখা আলমারির উপর।

অ্যান্টনি হুইলার নামে এক ব্যক্তি এই ভিডিও আপলোড করেছিলেন টুইটারে। তার পরই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।

মন্তব্যসাতদিনের সেরা