kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

ভূগর্ভস্থ পানির মাধ্যমে সপ্তাহে পেটে যাচ্ছে পাঁচ গ্রাম প্লাস্টিক

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৯ ২১:২৯ | পড়া যাবে ১ মিনিটেভূগর্ভস্থ পানির মাধ্যমে সপ্তাহে পেটে যাচ্ছে পাঁচ গ্রাম প্লাস্টিক

বাজার থেকে কিনে খাওয়া শাক-সবজি থেকে শুরু করে ফলমূলসহ অন্যান্য পণ্যে ফরমালিন থাকার ভয়ে অনেকেই প্রাকৃতিক খাবার খান। নিজেদের নিরাপত্তার কথা ভেবে অনেকেই কোমল পানীয় খান না।

তবে ভূগর্ভস্থ পানি কিন্তু সবাই খেয়ে নিজেদের নিরাপদ ভাবেন। অথচ সেখানেও মিশে থাকে প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। যা খালি চোখে ধরা পড়ার কথা নয়। 

গবেষকরা এ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়, প্রতি সপ্তাহে পেটে যাচ্ছে পাঁচ গ্রাম প্লাস্টিক। যা একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ। এর একটা বড় উত্‍‌সই কিন্তু পানীয় জল। 

তবে, শুধু পানি নয়, বিভিন্ন খাবারের সঙ্গে মিশে থাকা প্লাস্টিক কণাও আমার গিলছি। অথচ, টের পাচ্ছি না। কারণ, এগুলো সব মাইক্রোপ্লাস্টিক।

মন্তব্যসাতদিনের সেরা