kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

জন্মের পর উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু শিশুর (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৯ ২০:৫৩ | পড়া যাবে ১ মিনিটেজন্মের পর উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু শিশুর (ভিডিওসহ)

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর বদৌলতে এক অবিশ্বাস্য ও অদ্ভুত ঘটনা তাজ্জব করে দিল সারাবিশ্বকে। জন্মের পরই ডেলিভারি রুমের সবাইকে চমকে দিয়ে এক নবজাতক এমন কাজ করল, যা করতে অন্যান্য বাচ্চাদের কয়েক মাস সময় লেগে যায়। 

তার সেই কীর্তির ভিডিও ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন আর্লেট আরান্তেস নামে একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা যায়, একজন নার্স ওই নবজাতককে ভূমিষ্ঠ হওয়ার পর তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার আগে পরিষ্কার করছিলেন। শিশুটির বুকের কাছে হাত দিয়ে ধরা ছিল। সেই অবস্থায় দু'পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় শিশুটি। 

এরপর গুটি গুটি পা ফেলে হাঁটতে শুরু করে। এই দৃশ্য দেখে তাজ্জব হয়ে যান উপস্থিত সবাই। অনেক বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দেখলেও এমন আজব ঘটনা আগে কখনো দেখেননি ওই নার্স। তার চোখে পানি এসে যায়। এই মিরাকল ঘটনা ক্যামেরাবন্দি করে নেন হাসপাতালের কর্মীরা। 

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা