kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

সন্তান প্রসবের ৩০ মিনিট পরেই পরীক্ষা দিয়েছেন এই নারী

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৯ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেসন্তান প্রসবের ৩০ মিনিট পরেই পরীক্ষা দিয়েছেন এই নারী

সন্তানের জন্ম দিয়েছেন হাসপাতালে। কিন্তু তার খানিক বাদেই গ্র্যাজুয়েশন পরীক্ষা। সে কারণে সন্তানের জন্ম দেয়ার ৩০ মিনিট পরই পরীক্ষার টেবিলে বসেছেন তিনি। 

সন্তানের জন্ম দেয়ার পর হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা দেয়ার ওই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পড়াশোনার প্রতি এই নারীর আগ্রহে মুগ্ধ নেটিজেনরা।

ওই নারীর নাম আলমাজ দেরেসে। ২১ বছরের ওই নারী ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বাসিন্দা। আলমাজের গ্র্যাজুয়েশনের পরীক্ষা আগেই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রমজানের জন্য সেই পরীক্ষা পিছিয়ে যায়। গত সোমবার পড়েছিল সেই পরীক্ষার দিন।

কিন্তু সেদিন সকালেই প্রসব বেদনা শুরু হয় তার। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। তার আধঘণ্টা পরই পরীক্ষায় বসেন। এ ঘটনা নিয়ে তিনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আমার সন্তান প্রসব ঝুঁকিপূর্ণ ছিল না। তাই পরীক্ষা না দিয়ে একটা বছর নষ্ট করতে চাইনি।

মন্তব্যসাতদিনের সেরা