kalerkantho

সোমবার । ২২ জুলাই ২০১৯। ৭ শ্রাবণ ১৪২৬। ১৮ জিলকদ ১৪৪০

এত টিকটক কেন? স্বামীর ভর্ৎসনায় লাইভে তরুণীর আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ২২:৩০ | পড়া যাবে ১ মিনিটেএত টিকটক কেন? স্বামীর ভর্ৎসনায় লাইভে তরুণীর আত্মহত্যা

ভারতের তামিলনাড়ুতে ২৪ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ হিসেবে জানা গেছে, তার স্বামী তাকে টিকটক ভিডিও নির্মাণ করতে নিষেধ করেছিলেন। 

অনিতা একটি ভিডিও তৈরি করেছিলেন, যেখানে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এমন বিষয় উঠে এসেছে। সেই ভিডিও পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে থাকা স্বামীকে। 

জানা গেছে, সেই ভিডিও দেখেই অত্যন্ত রেগে যান স্বামী। এর পরই স্ত্রীকে বকাঝকা করেন। নিজের এমন ভিডিও তৈরির অভ্যাস বন্ধ করতে বলেন তিনি। 

এরপর একটি ভিডিওতে স্বামী দেখতে পান, সাদা বোতল থেকে গাঢ় রঙের তরল পান করছেন স্ত্রী। অত্যন্ত কাশি শুরু হয় তার পরই। কিছু সময় পরই তার মৃত্যুও হয়। তবে এই প্রথমবার নয়। টিকটক ভিডিওতে অনলাইনে এর আগেও মৃত্যু হয়েছে মুম্বাইয়ের ১৫ বছরের এক ছাত্রের। 

মন্তব্যসাতদিনের সেরা