kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

৩১৯ কেজির অ্যাপোলোর সঙ্গে দেখা মিলল রিয়াল টারজানের

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুন, ২০১৯ ১৮:৫৬ | পড়া যাবে ১ মিনিটে৩১৯ কেজির অ্যাপোলোর সঙ্গে দেখা মিলল রিয়াল টারজানের

মার্কিন নাগরিক মাইক হোলস্টোন নিজের কাজকর্মের জন্য রিয়াল টারজান নামে পরিচিত। সচরাচর বিভিন্ন ধরনের হিংস্র আর বিষধর প্রাণীদের সঙ্গে দেখা মেলে তার। এবার তাকে দেখা গেল তিনশ ১৯ কেজি ওজনের এক বাঘের সঙ্গে হেঁটে যাওয়া অবস্থায়।

নিজের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে হোলস্টোন লিখেছেন, বিশাল দেহের অধিকারী এই বিড়ালটির নাম অ্যাপোলো। সাউথ ক্যারোলিনার মারটিল বিচে বন্যপ্রাণী সংরক্ষণকর্মী কডি এন্টিলের উপস্থিতিতে দেখা হলো তিনশ ১৯ কেজি ওজনের বিড়ালটির সঙ্গে।

তিনি আরো লিখেছেন, এই গ্রহে অ্যাপোলোই সব থেকে বড় বিড়াল। অনেকেই মনে করছেন, নাদুস-নুদুস চেহারার কারণে হোলস্টোন তাকে বিড়াল বলেছেন।

তবে হোলস্টোন এও জানিয়ে দিয়েছেন, নাদুস-নুদুস হলেও অ্যাপোলো কিন্তু ঘণ্টায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

ইনস্টাগ্রামে হোলস্টোনের এই পোস্টে ৪০ হাজারের বেশি লাইক পড়েছে। সেখানে একজন কমেন্ট করেছেন, এটা তো বিড়াল নয়, আস্ত একটা দৈত্য। সচরাচর বিশালদেহী বাঘগুলো চিড়িয়াখানায় দেখা যায়। জুরাসিক পার্কের অ্যাপোলোর ওজন অন্য বাঘ কিংবা সিংহের চেয়ে প্রায় দ্বিগুণ।

মন্তব্যসাতদিনের সেরা