kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

আম খেয়ে রেখে গেল গাঁজা!

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুন, ২০১৯ ১৭:৪৫ | পড়া যাবে ১ মিনিটেআম খেয়ে রেখে গেল গাঁজা!

ব্রেক ডাউনের ফলে ভারতের ছত্তিশগড়ের চিরিমিরি এলাকায় রাস্তার পাশেই দাঁড় করানো ছিল আম বোঝাই একটি ট্রাক। রাস্তার পাশের জঙ্গলে বাস করতো বাঁদরের পাল। আর সেই বাঁদরের পালই সব আম খেয়ে ফেলে রেখে গেছে বেআইনি গাঁজা! গত সোমবার এই ঘটনা ঘটে। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই এলাকায় একটা মাল বোঝাই ট্রাক খারাপ হয়ে যাওয়ায় চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। ট্রাকের মধ্যে মাল ভর্তি, আর উপরে থরে থরে সাজানো আম। আম দেখেই ঝাঁপিয়ে পড়ে বাঁদর পরিবার। দ্রুত গতিতে আম শেষ করে ফেলার পরে বেরিয়ে পড়ে বস্তা পর বস্তা গাঁজা। 

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। ওজন করে দেখা যায় প্রায় ৮০০ কেজি গাঁজা। যার দাম প্রায় ৭০ লাখ টাকা।

সূত্র: দ্য ওয়াল

মন্তব্যসাতদিনের সেরা